থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত থামিয়ে অস্ত্রবিরতি কার্যকরে ট্রাম্পের হস্তক্ষেপ

থাইল্যান্ড-কম্বোডিয়ার পতাকা ব্যাকগ্রাউন্ডে; ওপরে ডোনাল্ড ট্রাম্পের ছবি
থাইল্যান্ড-কম্বোডিয়ার পতাকা ব্যাকগ্রাউন্ডে; ওপরে ডোনাল্ড ট্রাম্পের ছবি | ছবি: সংগৃহীত
0

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত থামাতে দুই দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরেরও আহ্বান জানিয়েছেন তিনি।

এমন বাস্তবতায় শনিবার (২৬ জুলাই) থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অস্ত্রবিরতি কার্যকরে কম্বোডিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক চায় থাইল্যান্ড। 

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। তবে অস্ত্রবিরতি কার্যকরে কম্বোডিয়ার সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেছেন থাই সরকার প্রধান। 

মার্কিন প্রেসিডেন্টের মাধ্যমেই কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধানের কাছে অস্ত্রবিরতির শর্ত ও সংকট সমাধানে চূড়ান্ত রূপরেখা প্রস্তাব করতে চায় থাইল্যান্ড— বলছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এসএইচ