অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলো আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট

বিমানে আগুন লাগার পর যাত্রীদের নামিয়ে আনা হয়
বিমানে আগুন লাগার পর যাত্রীদের নামিয়ে আনা হয় | ছবি: রয়টার্স
0

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স এইটের একটি ফ্লাইটের ১৭৯ আরোহী। বিমানটি ১৭৩ যাত্রী ও ৬ ক্রু নিয়ে কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডার মিয়ামির উদ্দেশ্যে রওয়ানা দেয়।

উড্ডয়নের সময় রানওয়েতে থাকাকালীনই বিমানের মাঝ বরাবর আগুন লেগে যায়। কন্ট্রোল রুম থেকে পাইলটকে বিষয়টি জানানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। এক পর্যায়ে ইমারজেন্সি এক্সিট দিয়ে এক এক করে দ্রুত বের হয়ে আসে তারা। সেসময় অনেকের কোলে ছোট শিশুও ছিল।

প্রায় সব আরোহী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানায় মার্কিন ফেডারেল এভিয়েশন। অবশ্য এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

এএইচ