পুনরায় যুদ্ধ চাপিয়ে দেয়া হলে ইসরাইলে মিসাইলের বৃষ্টি চালাবে হিজবুল্লাহ

হিজবুল্লাহ
হিজবুল্লাহ | ছবি: সংগৃহীত
0

অস্ত্র সমর্পণ না করার কথা পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব নাঈম কাশেম দাবি করে, পুনরায় যুদ্ধ চাপিয়ে দেয়া হলে ইসরাইলে মিসাইলের বৃষ্টি চালাবে হিজবুল্লাহর যোদ্ধারা। আজ (মঙ্গলবার,৬ আগস্ট) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান তিনি।

ইসরাইলি আগ্রাসন থেকে জনগণকে রক্ষায় লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম।

যদিও বছরের শেষ নাগাদ সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চায় দেশটির সরকার। অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের সঙ্গে প্রেসিডেন্টের ৬ ঘণ্টার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

গেল বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ও ইসরাইল। তবে দক্ষিণ লেবাননে এখনো হামলা অব্যাহত রেখেছে আইডিএফ।

সেজু