বুধবার অ্যাপল ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। এখন থেকে আইফোনের বেশিরভাগ যন্ত্রাংশ ও বিভিন্ন চিপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তৈরি করা হবে।
অন্য দেশ থেকে আমদানি কমাতে এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এর আগে মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে অ্যাপলের ক্ষতি হয় কোটি কোটি ডলার। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নিজেদের জন্য তৈরি পণ্যের ক্ষেত্রে কোম্পানিগুলিকে বাড়তি কোন চার্জ দিতে হবে না।
নতুন বিনিয়োগের মাধ্যমে মার্কিন ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম চালু করা হবে। যার লক্ষ্য অ্যাপলের সরবরাহ চেইনকে আরও গতিশীল করা। চলতি বছরেই তারা ১৯ বিলিয়নেরও বেশি চিপ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে।