২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মের দাবানলের মুখে দক্ষিণ ইউরোপে বিভিন্ন অংশ। তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাড়ছে দাবানলের আগুন। ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে স্পেনের দক্ষিণাঞ্চল। এরইমধ্যে পুড়ে গেছে দেড় লাখ হেক্টরের বেশি বিস্তীর্ণ অঞ্চল। যা প্রায় লন্ডন শহরের সমান এলাকা। প্রাণ হারিয়েছে বহু মানুষ। বন-জঙ্গল উজাড় করে লোকালয়ের দিকে ধেয়ে আসছে দাবানল।
স্পেনের বিখ্যাত শহর ভেরিনে অবস্থিত ১৭ শতকের আতালিয়া দুর্গের চারপাশে জ্বলছে দাবানলের আগুন। ১৬৬৮ সালে প্রতিবেশী পর্তুগালের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে নির্মিত হয়েছিল এই দুর্গ। এখন দুর্গের আশেপাশের গাছপালা দাবানলে পুড়ে গেছে।
আরও পড়ুন:
দাবানলের কারণে বাস্তুচ্যুত হয়েছে স্পেনের কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি ও বাসস্থান রক্ষায় নিজেরাই আগুন নেভানোর কাজে নেমেছে। দাবানলের হুমকিতে নির্ঘুম রাত কাটছে বাসিন্দাদের।
আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর কর্মীরাও। এখনো স্পেনে ১২টি বড় দাবানল সক্রিয় আছে। তীব্র বাতাস ও প্রচণ্ড দাবদাহের কারণে আগুন নেভাতে পারছে না দমকল কর্মীরা। আগুনের হাত থেকে লোকালয় রক্ষায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
দাবানলের হুমকিতে ঠেকাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্পেন সরকার। তবে সামনে আরও কঠিন সময় আসছে বলে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য মতে, দেশটির উত্তর ও পশ্চিমে চরম দাবানলের ঝুঁকি রয়েছে। কারণ উত্তর উপকূলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এতে দাবানলের আগুন নিয়ন্ত্রণ অনেকটা অসম্ভব হয়ে দাঁড়াবে।