মিয়ানমারে ১২১ টাউনশিপে ভোট বাতিলের ঘোষণা

মিয়ানমারের  নির্বাচন
মিয়ানমারের নির্বাচন | ছবি: সংগৃহীত
0

মিয়ানমারে ডিসেম্বরের সাধারণ নির্বাচনে ১২১টি টাউনশিপে ভোট হবে না বলে ঘোষণা করেছে জান্তা সরকারের নির্বাচন কমিশন।

এর মধ্যে রয়েছে কাচিন রাজ্যের চারটি, কারেনি রাজ্যের তিনটি, চিন রাজ্যের চারটি, সাগাইং অঞ্চলের দশটি, মাগওয়ের পাঁচটি, মান্দালের তিনটি, রাখাইনের দশটি এবং শান রাজ্যের ১৭টি টাউনশিপ।

আরও পড়ুন:

কমিশনের দাবি, এসব এলাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নেই। এলাকাগুলো মূলত নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী, পিপলস ডিফেন্স ফোর্স ও তাদের মিত্ররা।

যদিও এ তালিকায় নেই আরাকান আর্মি নিয়ন্ত্রিত দক্ষিণ রাখাইনের থান্দ্‌ওয়ে, তাউনগুপ, আন জেলা ও গওয়া টাউনশিপ।

এফএস