এর মধ্যে রয়েছে কাচিন রাজ্যের চারটি, কারেনি রাজ্যের তিনটি, চিন রাজ্যের চারটি, সাগাইং অঞ্চলের দশটি, মাগওয়ের পাঁচটি, মান্দালের তিনটি, রাখাইনের দশটি এবং শান রাজ্যের ১৭টি টাউনশিপ।
আরও পড়ুন:
কমিশনের দাবি, এসব এলাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নেই। এলাকাগুলো মূলত নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী, পিপলস ডিফেন্স ফোর্স ও তাদের মিত্ররা।
যদিও এ তালিকায় নেই আরাকান আর্মি নিয়ন্ত্রিত দক্ষিণ রাখাইনের থান্দ্ওয়ে, তাউনগুপ, আন জেলা ও গওয়া টাউনশিপ।





