মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কার্যকর হয়েছে দক্ষ কর্মীদের এইচ ওয়ান- বি ভিসার ধার্যকৃত নতুন ফি। যা দেড় হাজার ডলারের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ডলার।
ট্রাম্পের এ পদক্ষেপে সবচেয়ে বেশি বিপদে ভারত। দেশটির তথ্য প্রযুক্তি খাত ও সংশ্লিষ্ট খাতে দক্ষ কর্মীরা বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে সামনের দিনে । তথ্যমতে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৮ হাজার ৩০০ কোটি ডলারে তথ্য প্রযুক্তি প্রকল্প রয়েছে। এবং এই খাতের প্রায় ৫৭ শতাংশ রাজস্ব আসে যুক্তরাষ্ট্র থেকে। এ অবস্থায় এইচ ওয়ান বি- ভিসার ফি মূল্য বৃদ্ধি ভারতের আইটি সেক্টরের অনেক দক্ষ কর্মীর যুক্তরাষ্ট্র কাজ করার সম্ভাবনা কমে আসবে।
আরও পড়ুন:
অপরদিকে স্বল্পমূল্যে দক্ষ কর্মী পাওয়ায় গুগল, মাইক্রোসফট, ফেসবুক, মেটার মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো নিয়োগের ক্ষেত্রে মার্কিনীদের পরিবর্তে ভারতীয়দের বেশি প্রাধান্য দেয়া হয়। ট্রাম্পের নতুন ভিসা ফির কারণে যখন এ খাতে ভারতীয় কর্মীর সংখ্যা কমে আসবে স্বাভাবিকভাবেই নতুন কর্মসংস্থান তৈরি হবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের।
তবে ট্রাম্পের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হবে বলে মত বিশ্লেষকদের। কারণ হিসেবে বলছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী ও দক্ষ কর্মীরা যুক্তরাষ্ট্রে আসা বন্ধ করে দেবে। আর এই সুযোগ লুফে নেবে মার্কিন প্রতিদ্বন্দ্বী চীন।
মার্কিনদের সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের সুযোগ কমিয়ে দিয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাবে চীন। কারণ চীন তাদের গবেষনাখাত সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে।
গত বছর এইচ-১বি ভিসায় সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ ছিল ভারত। ওই বছর যুক্তরাষ্ট্রে ভিসায় যত অনুমোদন দেওয়া হয়েছে, সেটার ৭১ শতাংশই ভারতের নাগরিক।





