মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।
দুই সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, হামাস নয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পশ্চিম তীরের শাসন নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন:
এছাড়া গাজায় যুদ্ধ বন্ধের পরিকল্পনাও উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাসবিহীন একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরলেও, ঠিক কবে নাগাদ ইসরাইলি আগ্রাসন থামতে পারে তার কোনো ইঙ্গিত মেলেনি।





