গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মিশরে গাজা শান্তিচুক্তির নথিতে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। স্থানীয় সময় গতকাল (সোমবার, ১৩ অক্টোবর) মিশরের শারম আল-শেখ শহরে শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে নথিতে সই করেন ট্রাম্প। আর গাজা যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় মিশর, কাতার এবং তুরস্কসহ সংশ্লিষ্ট আরব ও মুসলিম দেশের নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প।

গাজায় সংঘাত থামাতে মিশরে শারম আল-শেখ শহরে শান্তি সম্মেলনে জড়ো হন বিশ্বের ২৮টি দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানেই গাজা শান্তিচুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য রাষ্ট্রনেতারা।

শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে চুক্তির নথিতে সই করেন ট্রাম্প। এরপর মিসরের প্রেসিডেন্ট সিসি আল ফাত্তাহ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিমসহ অন্য বিশ্ব নেতারা নথিতে সই করেন। 

স্বাক্ষরিত নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘এটি কার্যকর থাকবে।’

চুক্তি সইয়ের পর বক্তব্য দেন বিশ্বনেতারা। এসময় গাজা যুদ্ধবিরতিকে বড় অর্জন মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন মিশরের প্রেসিডেন্ট। 

আরও পড়ুন:

আর মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অনার অব দ্যা নীল’ প্রদানের জন্য সিসিকে ধন্যবাদ জানান ট্রাম্প।

পাশাপাশি গাজা যুদ্ধবিরতিতে ভূমিকায় রাখায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ আরও কয়েকজন নেতার নাম উল্লেখ করে ধন্যবাদ জানান ট্রাম্প।

এদিকে চুক্তি অনুযায়ী এরই মধ্যে, প্রথম ধাপে ২০ জন জীবিত ইসরাইলিকে ও ৪ জনের মরদেহ হস্তান্তর করেছে হামাস। অন্যদিকে, ধাপে ধাপে মুক্ত করা হচ্ছে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে।

এসএইচ