সংস্থাটি জানায়, তালেবানের জারি করা এমন নির্দেশনার পর আঞ্চলিক হাসপাতালে নারী রোগীদের চিকিৎসা গ্রহণ কমেছে ২৮ শতাংশ। এই বিধিনিষেধ নারীদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এমনকি হাসপাতালে প্রবেশপথে দাঁড়িয়ে বোরকা না পরা নারীদের ভেতরে যেতে দিচ্ছে না তালেবান সদস্যরা।
আরও পড়ুন:
হেরাত শহরে হাসপাতাল ছাড়াও স্কুল, সরকারি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রবেশেও নারীদের বোরকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে তালেবান সরকারের এক মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রশাসন নারীদের হিজাব পরার নির্দেশনা দিয়েছে। যদিও আন্তর্জাতিক মহলের উদ্বেগের পর কিছু এলাকায় বিধিনিষেধ আংশিক শিথিল করেছে তালেবান।





