গাজায় যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা সংকটময় পরিস্থিতিতে: আল থানি

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি | ছবি: সংগৃহীত
0

গাজায় যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা সংকটময় পরিস্থিতিতে আছে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। গতকাল (শনিবার, ৬ ডিসেম্বর) কাতারে দোহা ফোরামের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকৃত যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। এগুলোর কোনোটিই এখনও অর্জিত হয়নি।’

আরও পড়ুন:

আল-থানি বলেন, ‘মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নিতে যৌথভাবে কাজ করছেন।’ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুদ্ধপরবর্তী গাজার শান্তি রক্ষাকারী বাহিনী গঠনের বিষয়ে আলোচনা এখনও চলছে। এরমধ্যে এই বাহিনীর কার্যপরিধি এবং নীতিমালা তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এই বাহিনীর প্রধান লক্ষ্য হওয়া উচিত সীমান্ত এলাকায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের আলাদা রাখা।’

ইএ