ইসরাইলের যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনে কড়া ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

গাজায় যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করায় ইসরাইলের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি আইডিএফের হামলায় হামাস নেতা নিহত হওয়ায়, এর নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের সুনাম রক্ষায় তেল আবিবকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানায় হোয়াইট হাউজ। এদিকে, হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির পর নানা অজুহাতে গাজায় আট শতাধিক হামলা চালায় ইসরাইল।

গাজা শান্তিচুক্তির প্রথম ধাপের প্রায় দুই মাস পেরিয়েছে। যুদ্ধবিরতির পর মুখে একরাশ হাসি নিয়ে নতুন করে বেঁচে থাকার যে স্বপ্ন দেখেছিল গাজার লাখ লাখ বাস্ত্যুচ্যুতরা, তা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে ইসরাইলি আক্রমণ আর প্রকৃতির করাল গ্রাসে। শর্ত ছিল হামাস যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব মেনে নিলে গাজায় আর হামলা চালাবে না ইসরাইলি সৈন্যরা। কিন্তু এ শর্তগুলোর ভিত্তি শুধু কাগজে- কলমে।

এখনও নানা অজুহাতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সৈন্যরা। যাতে প্রাণ ঝরছে শিশুসহ অনেক ফিলিস্তিনির। এবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ এনে তাকে রীতিমতো শাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি গাজায় হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার উপ-কমান্ডার রায়েদ সাদকে হত্যা করে আইডিএফ। আর এতেই বেজায় চটেছেন ট্রাম্প। অ্যাক্সিওসের খবর, ওয়াশিংটনকে না জানিয়েই হামলাটি পরিচালনা করে ইসরাইলি সৈন্যরা। নেতানিয়াহুকে সতর্ক করে হোয়াইট হাউজ জানায়, যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সুনাম অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তেল- আবিবেরও।

আরও পড়ুন:

শুধু যুক্তরাষ্ট্র নয়, বারবার যুদ্ধবিরতি শর্ত ভাঙ্গায় ইসরাইলের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। মঙ্গলবার গোষ্ঠীটির শীর্ষ কর্মকর্তা গাজী হামাদের অভিযোগ, ইয়েলো লাইন অতিক্রম করে গাজায় হামলা অব্যাহত রেখেছে আইডিএফ।

এদিকে, একইদিন আরেকটি আলাদা বিবৃতিতে হামাসের আরেক নেতা হাজেম কাশেম জানান, গাজায় পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সরবরাহের অনুমতি দিচ্ছে না ইসরাইল। এছাড়া, উপত্যকাটিতে পূর্ণ ত্রাণসামগ্রী প্রবেশে ইসরাইল অনুমতি না দেয়ায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে দীর্ঘায়ত হচ্ছে চলমান সংকট।

এদিকে, গাজায় ট্রাম্পের আন্তর্জাতিক বাহিনী গঠনের অংশ হিসেবে সেনা পাঠাতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসীম মুনিরকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের খবর, এটি নিয়ে অস্বস্তিতে পাক প্রতিরক্ষা প্রধান। একারণে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলতি বছরে তৃতীয়বারের মতো ওয়াশিংটন যাবেন আসীম মুনির। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তিরক্ষার জন্য গাজায় বাহিনী পাঠানোর কথা ইসলামাবাদ বিবেচনা করলেও, হামাসের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না পাকিস্তান।

অন্যদিকে, মঙ্গলবার ৬ এমপিসহ কানাডার ৩০ সদস্যের একটি প্রতিনিধি দলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। তাদেরকে অধিকৃত অঞ্চলটির জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করে প্রবেশে বাধা দেয় তেল আবিব। তবে অভিযোগটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এফএস