ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠক, যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প

ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের ছবি
ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের ছবি | ছবি : সংগৃহীত
0

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা ইস্যুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হওয়া বৈঠকের মধ্য দিয়ে আগের চেয়ে অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্থানীয় সময় গতকাল (রোববার, ২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তবে দুই-একটি জটিল বিষয় অমীমাংসিত রয়ে গেছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যার মধ্যে ভূমি ইস্যু অন্যতম। বৈঠকে দুর্দান্ত অগ্রগতির কথা জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। আর অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আরও পড়ুন:

এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে পুতিনের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্পের সঙ্গে পুতিনের সোয়া ঘণ্টার দুর্দান্ত ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিনও।

ইএ