ভিজিট মালয়েশিয়া ইয়ারে পর্যটন নগরায়ণের নতুন দৃষ্টান্ত স্থাপন

ভিজিট মালয়েশিয়া ইয়ারের উদ্বোধন
ভিজিট মালয়েশিয়া ইয়ারের উদ্বোধন | ছবি: সংগৃহীত
0

ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬ এর প্রস্তুতির অংশ হিসেবে আই লাইট ইউ প্রকল্পের মাধ্যমে পর্যটন নগরায়ণের নতুন দৃষ্টান্ত স্থাপন করলো মালয়েশিয়া। আধুনিক আলোকসজ্জা ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐক্যের এই আয়োজন বিদেশি পর্যটকদের আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

চলতি বছর আরও বেশি পর্যটক টানতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ও পর্যটকদের পছন্দের বুকিত বিনতাংকে সাজানো হয়েছে নতুন রূপে। ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬ পরিকল্পনা সফল করতে নেয়া হয়েছে আই লাইট ইউ প্রকল্প, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে বিশেষ এই প্রকল্প। আয়োজনে মূলত ঝাড়বাতি, চাঁদের আলো ও রূপকথার থিমে নির্মিত আধুনিক এলইডি লাইটিং ব্যবহার করা হয়েছে যেখানে বসানো হয়েছে ৭০টিরও বেশি শক্তি-সাশ্রয়ী এলইডি বাতি। বুকিত বিনতাংয়ের এক কিলোমিটার দীর্ঘ সড়কজুড়ে এই আলোকসজ্জা।

আরও পড়ুন:

প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠান দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ার প্রথম এই অস্কারজয়ী অভিনেত্রী বিশ্ববাসীকে মালয়েশিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান।

মালয়েশিয়ার অভিনেত্রী মিশেল ইয়োহ বলেন, পর্যটকদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত। আমরা বরাবরই অতিথিপরায়ণ। আলোর রোশনাইয়ের মতো আমাদের হৃদয়ও উজ্জ্বল।

বর্ণিল আলোকসজ্জা শহরের অন্যতম আইকনিক এই এলাকাকে আরও উজ্জ্বল, নিরাপদ ও উৎসবমুখর করে তুলেছে। দেশটির পর্যটন খাতে সাফল্যের পেছনে বহুজাতিক ও বহু-সাংস্কৃতিক সম্প্রীতিই প্রধান শক্তি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, পার্লিস থেকে শুরু করে সাবাহ ও সারাওয়াক পর্যন্ত সর্বত্র বৈচিত্র্যময় সংস্কৃতিতে ভরপুর। এটি রক্ষা করতে হবে। আমরা মালয়েশিয়ান হিসেবে গর্বিত। মালয়, চীনা, ভারতীয়, সারাওয়াকিয়ান ও সাবাহান সবাই মিলে আমরা একটি মহান জাতি।

উদ্বোধনী উৎসবে ছিলো বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রা, লাইভ পারফরম্যান্সসহ নানা আয়োজন। বহুজাতিক ঐক্য এবং আধুনিক ও পর্যটন নগরায়ণ, মালয়েশিয়ার পর্যটন খাতকে আরও শক্তিশালী করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ইএ