ইরানি নেতারা সমঝোতার জন্য যোগাযোগ করেছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: এখন টিভি
0

ইরান সমঝোতার জন্য যোগাযোগ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (রোববার, ১১ জানুয়ারি) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ কথা জানান তিনি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি নেতারা নেগোশিয়েট বা সমঝোতার জন্য যোগাযোগ করেছেন। কেননা তিনি দেশটিতে সামরিক পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন।

ট্রাম্প বলেন, ‘হ্যাঁ হ্যাঁ তারা গতকাল ফোন করেছে। তারা নেগোশিয়েট বা সমঝোতা করতে চায়। বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।’

ইরানে চলমান সরকার-বিরোধী আন্দোলনের ষোলোতম দিনেও বিক্ষোভকারীরা রাস্তায় রয়েছেন। দেশব্যাপী ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ রয়েছে। ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া এই আন্দোলনে শত শত বিক্ষোভকারী নিহত হয়েছেন। তেহরানের একটি মর্গে তোলা ফুটেজ থেকে কমপক্ষে ১৮০টি সাদা কাফন পরা মরদেহ গণনা করেছে বিবিসি।

আরও পড়ুন:

এর আগে, গত সপ্তাহে সতর্ক করে ট্রাম্প বলেছিলেন, ‘যদি ইরানি বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তবে আমরাও গুলি শুরু করবো। প্রায় পাঁচশো বিক্ষোভকারীর নিহত হওয়ার বিষয়ে যাচাই করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ইরানিয়ান কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়ার কারণে সেখান থেকে তথ্য পাওয়া কঠিন হয়েছে।

অন্যদিকে, ইরানের বিভিন্ন শহরে সরকারের পক্ষে সমাবেশ করার ছবি প্রকাশ করেছে ইরানিয়ান ব্রডকাস্টিং করপোরেশন(আইবিসি)। এই সংস্থা জানিয়েছে, ইরানের হামিদান ও ইলামসহ কয়েকটি শহরে এই সরকারপন্থি মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

ইএ