চ্যাম্পিয়ন্স লিগ জিতে উয়েফা প্রাইজমানির শীর্ষে পিএসজি

পিএসজি ক্লাব
পিএসজি ক্লাব | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগ জিতে উয়েফা প্রাইজমানির শীর্ষে অবস্থান করছে পিএসজি। এছাড়া অংশগ্রহণকারী সব দলগুলোই পেয়েছে মোটা অংকের টাকা।

সব মিলিয়ে পিএসজি প্রাইজমানি হিসেবে পেয়েছে মোট ১৪ কোটি ৪৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৬২ কোটি টাকা। ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফার বার্ষিক কংগ্রেসে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন:

প্রাইজমানি আয়ের তালিকায় দুই নাম্বারে রানার আপ ইন্টার মিলান। উয়েফা থেকে তাদের আয় ১৩ কোটি ৬৬ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯৪৭ কোটি টাকা।

গেল মৌসুমে নতুন ফরম্যাটে ৩৬টি দল চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়। ২৪৭ কোটি ইউরো সব দল গুলোর মাঝে ভাগ করে দেয়া হয়েছে। অন্তত ৭টি দল পেয়েছে ১০ কোটি মিলিয়ন ইউরো করে।

ইএ