তিন দিন ধরে টানেলের ধংসস্তুপে ৪০ শ্রমিক

নির্মাণ শ্রমিক উদ্ধারে দমকলকর্মীরা | ছবি: সংগৃহীত
0

ভারতের উত্তরাখণ্ডে ধসে যাওয়া নির্মাণাধীন সুড়ঙ্গের নিচে তিন দিন ধরে আটকে রয়েছে ৪০ জন নির্মাণ শ্রমিক। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও তাদের উদ্ধারে ব্যর্থ হচ্ছে দমকলকর্মীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধারকারীরা টানেলের ধ্বংসস্তূপ ভেদ করে সেখানে মোটা স্টিলের পাইপ ঢুকানোর চেষ্টা করছেন। এই পাইপের মাধ্যমে শ্রমিকদের বের করে আনার পরিকল্পনা তাদের।

ভেতরে থাকা শ্রমিকরা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। শ্রমিকদের একটি ছোট পাইপের মাধ্যমে খাবার, পানি ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এছাড়া শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগও করা হচ্ছে।

গেলো রোববার ভোরে টানেলের ৪ কিলোমিটার দীর্ঘ একটি অংশ ধসে পড়ে। সেখানেই আটকে পড়েন ৪০ শ্রমিক।

এসএস