তিব্বতে ব্রহ্মপুত্র নদে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধের নির্মাণকাজ শুরু করলো চীন। শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রায় ১৭ হাজার কোটি ডলারের এ প্রকল্পের কাজ। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, স্বায়ত্তশাসিত তিব্বতের নিইংচি মেইনলিং পানিবিদ্যুৎ কেন্দ্রে হয় উদ্বোধনী। প্রতিবেশী ভারতের অরুণাচল প্রদেশের কাছে সীমান্ত এলাকায় ব্রহ্মপুত্রের নিম্নাঞ্চলে তৈরি হবে বাঁধটি।

স্থানীয়ভাবে নদীটি পরিচিত ইয়ার্লাং জাংবো নামে। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প এটি। পাঁচ স্তরের পানিবিদ্যুৎ কেন্দ্র থাকবে এতে। বছরে এই কেন্দ্রে ৩০ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যা চাহিদা মেটাবে ৩০ কোটি মানুষের।

হিমালয়ের যে স্থানে ব্রহ্মপুত্র নদ বিশাল ইউ-টার্ন নিয়ে অরুণাচল প্রদেশ, আর তারপরে বাংলাদেশে প্রবেশ করেছে; সেই মোড়ে বিশাল গিরিখাতের মাঝে তৈরি হবে বাঁধটি। বাঁধটি তৈরি হলে বাংলাদেশ ও ভারতে নিম্নাঞ্চলের কয়েক কোটি মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে বলে শঙ্কা রয়েছে।

এএইচ