ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা হলেন প্রিন্স রাহিম

0

ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা নির্বাচিত হয়েছেন প্রিন্স রাহিম আল হুসাইনি। মৃত্যুর আগে উইলে উত্তরাধিকার হিসেবে রাহিমের নাম লিখে গিয়েছিলেন আগা খান।

এর মাধ্যমে ইমাম ইসমাইল ইবনে জাফরের ৫০তম বংশধর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন প্রিন্স রাহিম। শিয়া মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হিসেবে পরিচিত ইসমাইলি। যারা নিজেদের মহানবীর সরাসরি বংশধর হিসেবে দাবি করেন। বিশ্বজুড়ে ইমাম জাফরের অনুসারীর সংখ্যা দেড় কোটির বেশি।

গেল মঙ্গলবার লিসবনে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আগা খান। ধারণা করা হয়, তার সম্পদের পরিমাণ ১ হাজার ৩শ কোটি ডলার। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে আগা খান ফাউন্ডেশন।

এএম