স্পেনের অভিলা শহরের কাছে সাম্প্রতিক দাবানলে পুড়ে গেছে শত বছর পুরনো জলপাইয়ের বাগান। আগুনে গাছের ডালপালার সঙ্গে পুড়ে ছাই জলপাইও।
বাগান মালিক ব্লাস রদ্রিগেজ বলেন, ‘সবকিছু পুড়ে গেছে, সবকিছু। আমি কী বলবো? আমার কোনো ভাষা নেই।’
এই বাগানটি ছিল তারর পিতার হাতে গড়া। ১৬ বছর আগে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাগানটি। কিন্তু তখন ক্ষয়ক্ষতি তেমন ছিল না। এবারের দাবানলে সবকিছু পুড়ে ছাই হয়েছে।
ব্লাস রদ্রিগেজ বলেন, ‘এই জমিটি ছিল আমার বাবার। প্রায় ১৬ বছর আগে এখানে আগুন লেগেছিল কিন্তু জলপাই গাছগুলো তখন বেঁচে গিয়েছিল। তখন আমরা শুধু গাছের পোড়া অংশটুকু কেটে দিয়েছিলাম। সেখান থেকে আবার নতুন ডাল হয়েছিল। কিন্তু এবারের দাবানল গাছগুলোকে বাঁচানোর কোনো সুযোগই ছাড়েনি।’
অভিলার এই ছোট্ট গ্রামে দাবানলে শুধু জলপাই বাগান নয়, শেষ করে দিয়েছে কয়েক প্রজন্মের স্মৃতি, জীবিকা আর আশা। ব্লাস রদ্রিগেজের জলপাই বাগান হয়তো একদিন আবার সবুজ হবে। কিন্তু এই আগুন তার মনে যে ক্ষত তৈরি করেছে তা হয়তো কোনোদিনই মুছে যাবে না।
ব্লাস রদ্রিগেজ বলেন, ‘আমি আগে কাঁদতাম। এখন আর কোনোকিছু অনুভব করি না। আমি জানি, এগুলো ঠিক হয়ে যাবে, গাছগুলো আবার জন্ম নেবে। কিন্তু ভয়াবহ আগুনে অনেক প্রাণী মারা গেছে। দাবানলে অনেক বেশি ক্ষতি হয়েছে এবং দূষণের মাত্রাও কম নয়।’
স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে থাকলেও হাওয়ার দিক পাল্টালে পরিস্থিতি আবারও জটিল হতে পারে। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার ফলে দক্ষিণ ইউরোপের মতো স্পেনেও বাড়ছে দাবানলের প্রকোপ। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনই এসব আগুনের নেপথ্যে অন্যতম কারণ।