ডেনিশ বিয়ায়ে একটি বহুজাতিক কোম্পানি কার্লসবার্গ। বিশ্বব্যাপী প্রায় ১৪০টি বাজারে পাওয়া যায় কার্লসবার্গের বিয়ার। গ্রুপটির অধীনে প্রায় ১৮০টিরও বেশি ব্র্যান্ড রয়েছে, যার মধ্যে প্রিমিয়াম বিয়ার, অ্যালকোহল-মুক্ত পানীয় এবং কোমল পানীয়ও অন্তর্ভুক্ত।
এবার বিশ্বের সবচেয়ে ছোট বোতলের বিয়ার বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ডেনমার্কের এ স্বনামধন্য ব্র্যান্ড। মিনি এ বিয়ারের বোতলের উচ্চতা মাত্র ১২ মিলিমিটার। চালের দানার সমান একটি মাইক্রোস্কোপিক কাচের বোতলে দেয়া হয়েছে এক ফোটা ননঅ্যালকোহল মুক্ত পানীয়। যার পরিমাণ শূন্য দশমিক ০০৫ সেন্টিমিটার।
কার্লসবার্গের কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক ক্যাসপার ড্যানিয়েলসন জানান মুখের সাহায্যে তৈরি করা হয়েছে ক্ষুদ্র এ বোতল। পরে বিশেষজ্ঞ কর্মী বোতলটির উপর স্থাপন করেন কোম্পানির লোগো।
আরও পড়ুন:
ক্যাসপার ড্যানিয়েলসন বলেন, ‘আমাদের তৈরি বিশ্বের সবচেয়ে ছোট বিয়ার এটি। যার উচ্চতা ১২ মিলিমিটার এতে ০.০০৫ সেন্টিমিটার বিয়ার রয়েছে। এটি একটি চালের দানার আকারের সমান এখানে এক ফোঁটা বিয়ার রয়েছে। প্রশিক্ষিত জনবল দিয়ে আমরা সবকিছু একসঙ্গে সাজিয়েছি। কার্লসবার্গের অনুভূতিকে সত্যিই ফুটিয়ে তোলার জন্য ক্যাপ, লেবেল এবং রঙ করা হয়েছে। তাই বোতলটি ছোট হলেও, এটি তৈরি করতে এবং সবকিছু সাজাতে বেশ সময় লেগেছে।’
শুধু এ ছোট বোতলই নয়, সুইডেনের বিশ্ববিদ্যালয়ের, শিক্ষার্থীদের নিয়ে আরও ছোট বিয়ারের বোতল তৈরির একটি প্রতিযোগিতার আয়োজন করে কার্লসবার্গ। ১৮৪৭ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জে.সি. জ্যাকবসেন প্রতিষ্ঠা করেন কার্লসবার্গ। ক্রেতাদের স্বাস্থ্য এবং সুস্থতা বিবেচনায় বর্তমানে অ্যালকোহল-মুক্ত বিয়ারের দিকে ঝুকছে কার্লসবার্গ।





