সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল কমছে, বাড়ছে ব্যয়

0

হুতি বিদ্রোহীদের আতঙ্কে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল কমছে। এর পরিবর্তে অন্য রুট ব্যবহারে বাধ্য হচ্ছে বিশ্বের শতাধিক কন্টেইনার জাহাজ। এতে করে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি অতিরিক্ত সময় লাগছে।

গাজায় ইসরাইলি আগ্রাসনের পর থেকে লোহিত সাগরে চলা মার্কিন কিংবা ইসরাইলি বাণিজ্যিক জাহাজ আর রণতরীতে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। অক্টোবর থেকে এখন পর্যন্ত কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। একটি জাহাজ তো রীতিমতো আটকে রেখে পর্যটন কেন্দ্র বানিয়ে ফেলেছে। ফলে মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্যিক রুট সুয়েজ খাল দিয়ে কন্টেইনারবাহী জাহাজ চলাচল কমছে।

বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি কুহেন অ্যান্ড নাগেল বলছে, দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি অন্তত ১০৩টি জাহাজ রুট পরিবর্তন করেছে। আরও জাহাজ রুট পরিবর্তনের পরিকল্পনায় আছে। এতে করে এশিয়া থেকে ইউরোপে পণ্যবাহী জাহাজ নিয়ে যেতে ৬ হাজার নটিক্যাল মাইল বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। এছাড়া পণ্য সরবরাহে ৩ থেকে ৪ সপ্তাহ বেশি সময় লাগছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, সুয়েজ খালে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে জোট গঠন করা হবে।

প্রতি বছর অন্তত ১৯ হাজার জাহাজ সুয়েজ খাল দিয়ে চলাচল করে। ইউরোপ আর এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট এটি। পণ্যবাহী জাহাজের পাশাপাশি জ্বালানিবাহী জাহাজও রুট পরিবর্তন করছে।