যে কারণে রাফায় আশ্রয় নেওয়া ১৪ লাখ ফিলিস্তিনির নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইসরাইল জানায়, আইডিএফ'এর অনুমোদনের পর গতকাল (বুধবার, ১৭ এপ্রিল) অতিরিক্ত সেনা ও সামরিক যান মোতায়েন করা হয় রাফায়।
এদিকে ইসরাইলের সেনাবাহিনী জানায়, অন্তত ৪০ হাজার তাবু কিনেছে তারা, রাফার শরণার্থীরা যেন আশ্রয় নিতে পারে। অপরদিকে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আহত হয়েছেন ১৪ জন ইসরাইলি সেনা। এর আগে ইসরাইলি বিমান হামলায় দুই হিজবুল্লাহ সেনা নিহত হয়েছেন।
গাজার দক্ষিণাঞ্চলের রাফায় ইসরাইলি বাহিনীর হামলায় ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র খাতে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা।