সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির; ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ | ছবি: রয়টার্স
0

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি বলেছেন, ইরানে হামলা অব্যাহত থাকবে এবং খামেনির পরিণতিও হতে পারে ইরাকের সাবেক ‘স্বৈরশাসক’ সাদ্দাম হোসেনের মতো।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমে কাতজ বলেন, ‘আমি ইরানি একনায়ককে সতর্ক করে দিচ্ছি, ইসরাইলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালিয়ে গেলে তার পরিণতি ভয়াবহ হবে।’

তিনি আরও বলেন, ‘ইরানের পাশের এক দেশের স্বৈরশাসক (সাদ্দাম হোসেন) একই পথ বেছে নিয়েছিল, তার পরিণতি কী হয়েছে খামেনির তা মনে রাখা উচিত।’

কাতজ আরও জানান, তেহরানে সরকার ও সামরিক স্থাপনায় ইসরাইলের অভিযান অব্যাহত থাকবে। তিনি ইরানের বাসিন্দাদের তেহরান ছেড়ে যাওয়ারও আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন এবং পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এনএইচ