ট্রাম্পের সঙ্গে ইসরাইলের অংশীদারত্ব ‘অবিশ্বাস্য’: নেতানিয়াহু

ট্রাম্প ও নেয়ানিয়াহু
ট্রাম্প ও নেয়ানিয়াহু | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের অংশীদারত্বের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি এটাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের দক্ষিণে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু।

তিনি জানান, ‘প্রায় প্রতিদিন’ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি তার দৃঢ় সংকল্প, তার দৃঢ় চিত্ত এবং তার স্পষ্টতা, যখন তিনি বলেন যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।’

তিনি বলেন, ‘তিনি তাদের আলোচনার মাধ্যমে এটি (ইউরেনিয়ামসমৃদ্ধকরণ বন্ধ করা) করার সুযোগ দিয়েছিলেন। তারা তার সঙ্গে ছলনা করলো, আপনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটা করতে পারেন না।’

সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু বলেন, ‘এটি প্রেসিডেন্টের (ট্রাম্প) সিদ্ধান্ত নেয়ার বিষয়, কিন্তু তারা ইতোমধ্যেই অনেক সাহায্য করছে।’

সামরিক অভিযানের মাধ্যমে ইসরাইল ইরানের দিক থেকে পারমাণবিক হুমকি ‘অপসারণ’ করবে বলেও তিনি উল্লেখ করেন।

আসু