আয়াতুল্লাহ আলী খামেনি লেখেন, ‘ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।’
এই বার্তা প্রকাশের কয়েক মিনিট আগে আয়াতুল্লাহ খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানান।
সংঘাত শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি ইরানের এই সর্বোচ্চ নেতাকে।
আজ খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামেও তার অ্যাকাউন্টে ফারসি ভাষায় আরেকটি বার্তা পোস্ট করেছেন। সেখানেও তিনি লিখেছেন, ‘তৃতীয়বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন।’
আরো পড়ুন:
তিনি বলেন, ‘প্রায় ৯ কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে।’
ইসরাইলের সঙ্গে গত ১৩ জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এর পরই খামেনি গোপন স্থানে অবস্থান নেন। গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে দু’দিন কেটে গেলেও খামেনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। পশ্চিমা বিভিন্ন মিডিয়ায় গতকাল থেকে প্রশ্ন করা হয়, কোথায় আছেন ইরানের এই ধর্মীয় শীর্ষ নেতা।
এর পরই তিনি এক্সসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলেও ঘোষণা দেন খামেনি। তার এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, আজকের এই ভাষণে গুরুত্বপূর্ণ কথা বলবেন তিনি।