আল-জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার ঘটনায় জাতিসংঘ ও ইইউর নিন্দা

ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক আল–শরীফ
ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক আল–শরীফ | ছবি : সংগৃহীত
0

ইসরাইলের হামলায় আল-জাজিরার পাঁচ সাংবাদিক নিহতের প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এ হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে। গেল একদিনে ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আল-জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইইউসহ চীন ও জার্মানি। বিক্ষোভ হয়েছে লন্ডন, বার্লিন, তিউনিস, রামাল্লাহসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে। গাজার দুর্দশা নিয়ে নেতানিয়াহু মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী। গাজা সিটি দখল নিয়ে আতঙ্কে আছেন ফিলিস্তিনিরা।

গাজায় সামরিক অভিযানের পাশাপাশি ত্রাণ সামগ্রীও প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। প্রতিদিনই বোমা হামলার সঙ্গে অনাহারেও প্রাণ হারাচ্ছে গাজাবাসী। উপত্যকায় এ পর্যন্ত অনাহার এবং অপুষ্টিতে মারা গেছে দুই শতাধিক ফিলিস্তিনি। যাদের মধ্যে একশর বেশি শিশু। ত্রাণ সংগ্রহ করতে গিয়েও প্রাণ হারিয়েছেন হাজারের বেশি বাসিন্দা।

ইসরাইলি হামলায় রেহাই পায়নি সাংবাদিকরাও। রোববার ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারান আল জাজিরার ছয়জন সংবাদ কর্মী। সোমবার তাদের জানাজায় অংশ নেন শত শত ফিলিস্তিনি। ইসরাইলের দাবি, সাংবাদিক আনাস আল শরীফ হামাসের সঙ্গে জড়িত ছিলেন। যদিও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তা প্রত্যাখ্যান করেছে।

সাংবাদিক হত্যার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ইউরোপীয় ইউনিয়নসহ চীন ও জার্মানিও তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে।

নিহত সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে কাতারের দোহায় আল জাজিরা টেলিভিশন স্টেশনে জড়ো হন সবাই। এ সময় তাদের স্মরণে নিরবতা পালন করেন সহকর্মীরা। ইসরাইল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এদিকে, সাংবাদিক হত্যার প্রতিবাদে লন্ডন, বার্লিন, তিউনিস, রামাল্লাহসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামেন শত শত মানুষ।

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণার একদিন পরই ইসরাইলের তীব্র সমালোচনা করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এ সময় তিনি বলেন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে মিথ্যাচার করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এখন নতুন আতঙ্কে দিন পার করছে গাজার বাসিন্দারা। গাজা সিটি দখলে ইসরাইলি পরিকল্পনা নিয়ে চরম উদ্বেগের মধ্যে আছেন তারা। প্রায় দুই বছর ধরে অবরুদ্ধ অবস্থায় ক্রমাগত বোমা হামলার পরও মুক্তি মিলছে না তাদের।

এসএস