আবহাওয়ার বিরূপ প্রভাবে বিপর্যস্ত ভারত

একদিকে বৃষ্টি-বন্যা, অন্যদিকে তীব্র তাপপ্রবাহ
একদিকে বৃষ্টি-বন্যা, অন্যদিকে তীব্র তাপপ্রবাহ | ছবি: সংগৃহীত
0

আবহাওয়ার বিরূপ প্রভাবে বিপর্যস্ত ভারত। একদিকে বৃষ্টি-বন্যা, অন্যদিকে তীব্র তাপপ্রবাহ। মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে হাই-টেক শিল্পনগরী বেঙ্গালুরু। সপ্তাহভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ভারতের পশ্চিম উপকূল ও উত্তরপূর্বাঞ্চলে। অন্যদিকে, উত্তর প্রদেশ-রাজস্থানে গরমে উঠছে নাভিশ্বাস। সময়ের আগেই বর্ষার দাপটে লণ্ডভণ্ড ভারতের বিস্তীর্ণ অঞ্চল। বজ্রসহ ঝড় আর মুষলধারে বৃষ্টির কবলে পশ্চিম উপকূলীয় অঞ্চল।

কর্ণাটকের প্রাদেশিক রাজধানী ও হাই-টেক শিল্পনগরী বেঙ্গালুরুতে সোমবার (১৯ মে) সকাল থেকে টানা বৃষ্টিতে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। বাড়িঘর, সড়ক, যানবাহন পানিতে তলিয়ে গিয়ে এবং তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আরব সাগরে সাইক্লোনের কারণে আজ (মঙ্গলবার, ২০ মে) থেকে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, পুদুচেরি, গোয়া, কোনকানসহ সংলগ্ন উপদ্বীপ অঞ্চলগুলোতে। এ ছাড়া আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বলা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন থাকবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া।

হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, জম্মু-কাশ্মীর, লাদাখে হালকা ঝড়বৃষ্টির আভাস আছে। অন্যদিকে উত্তর প্রদেশ, রাজস্থান আর মধ্য প্রদেশের অংশবিশেষের ওপর দিয়ে এক দিন তীব্র দাবদাহ বয়ে যাবে বলেও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। জৈষ্ঠ্যেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

সেজু