ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

0

বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) সকাল পৌনে ১২টায় চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে বেলা ১১টায় আদালতে আনা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এ সময় আদালত চত্বরে বিক্ষোভ করেন ইসকন সমর্থকরা।

আগে গতকাল (সোমবার, ২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরে রাতেই তাকে ঢাকা থেকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।

এসএস