আজ (রোববার, ২৫ মে) সকাল ১০টায় একে একে তাদের হাজির করা হয়। রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলার চার্জ দাখিল হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার।
এর আগে গত ২১ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ছাড়া জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে জমার দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল।