হাজতখানার টয়লেটে পড়ে আহত সাবেক মন্ত্রী কামরুল

আহত সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম
আহত সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম | ছবি: সংগৃহীত
1

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। জানা গেছে, পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় এবং তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে হাজতখানার পুলিশের সহযোগিতায় প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাকেন্দ্রে কামরুলকে নিয়ে যাওয়া হয়।

আজ (সোমবার, ২৬ মে) তার বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল করেনি দুদক।

এসময় তার আইনজীবী বলেন, ‘গেল কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিকসহ বাধ্যর্কজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি।’

এসএইচ