তামিম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কি না, তা একমাত্র বিচার প্রক্রিয়াতেই নির্ধারণ হবে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর পক্ষ থেকে আসামিদের অব্যাহতির জন্য যেসব যুক্তি উপস্থাপন করা হয়েছে, তা আইনি ও নৈতিকভাবে টেকসই নয়।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নিপীড়নের বিচার করতে কোনো আইনগত বাধা নেই।’
এদিকে, ট্রাইব্যুনাল ১০ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।
এ ছাড়া, জুলাই অভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ৬ জন হত্যার ঘটনায় সাবেক এমপি এবিএম ফজলে করীমসহ অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।