সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলা

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও রুকমিলা জামান
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও রুকমিলা জামান | ছবি: সংগৃহীত
0

ভুয়া প্রতিষ্ঠান খুলে ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুদকের ঢাকার উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়–১ এ মামলাটি দায়ের করেন।

দুদক জানায়, ২০২০ সালে সাবেক ভূমিমন্ত্রী তার প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীর নামে ‘ভিশন ট্রেডিং’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠান দাঁড় করান। একই কৌশলে আরও কয়েকজন কর্মচারীকে ব্যবহার করে আলফা ট্রেডার্স, মডেল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে নামসর্বস্ব প্রতিষ্ঠান তৈরি করা হয়।

এসব প্রতিষ্ঠানের নামে ইউসিবি ব্যাংকের বন্দর শাখা থেকে ছোলা, মটর ও ডাল আমদানির কথা বলে মোট ২৫ কোটি টাকা ঋণ নেয়া হয়, যা পরে আর পরিশোধ করা হয়নি।

ক্ষমতার অপব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

এনএইচ