এছাড়া তার স্ত্রী নাজমা রহমান, ছেলে ফারাবী এন এ রহমান ও ফুয়াদ এন এ রহমানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৭টি হিসাব ও ৫টি বিও হিসাব জব্দের নির্দেশ দেন আদালত।
আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক(অনুসন্ধান ও তদন্ত) মো. খায়রুল হকের আবেদনের পরিপ্রেক্ষিত এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত।
দুদকের আবেদনে বলা হয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তা তদন্ত চলছে।
অনুসন্ধানে জানা যায়, মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর/অস্থাবর সম্পদসমূহ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর, হস্তান্তর করার প্রচেষ্টা চালাচ্ছেন।
হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রেরসমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে, অনুসন্ধানের স্বার্থে তাদের সম্পদসমূহ অবিলম্বে জব্দ করা প্রয়োজন।