উদ্দীপনের মিহির কান্তিসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উদ্দীপনের সাবেক চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার
উদ্দীপনের সাবেক চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার | ছবি: সংগৃহীত
0

প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপনের সাবেক চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদারসহ সংগঠনটির ১৩ জন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিত এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন উদ্দীপনের পরিচালনা পর্ষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান, মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, ভবতোষ নাথ, ড. আবু জামিল ফয়সাল, শওকত হোসেন, রেজা সেলিম মো. তৈয়বুল হক, রেহানা বেগম, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও সিইও এবং মেম্বার সেক্রেটারি মো: মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক বিদ্যুত কুমার বসু।

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা তাদের দায়িত্বপালনকালে পরস্পর যোগসাজশে প্রতারণ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জাল-জালিয়াতির আশ্রয়ে অকার্যকর ও অলাভজনক ভুয়া প্রতিষ্ঠান বা প্রকল্প সৃষ্টি করে উদ্দীপনের ক্ষুদ্র ঋণ তহবিল হতে বিনিয়োগ বা ঋণ বা খরচ হিসেবে অর্থ প্রদান করে দুর্নীতি দমন কমিশনের আইনে অপরাধ করেছে।

তদন্তকালে জানা যায়, তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।

সেজু