রায় জালিয়াতির মামলা: সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

আদালত প্রাঙ্গনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
আদালত প্রাঙ্গনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক | ছবি: সংগৃহীত
0

শাহবাগ থানায় দায়ের করা বেআইনি রায় ও জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হককে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ (বুধবার, ৩০ জুলাই) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে সংবিধানের ১৩তম সংশোধনী অবৈধভাবে বাতিল করে একটি রায় লেখেন তৎকালীন প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক। ওই রায়ে সহস্বাক্ষর করেন তৎকালীন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়, তারা গণলোভের বশবর্তী হয়ে দুর্নীতিপূর্ণ, বিদ্বেষমূলক এবং বেআইনিভাবে রায় প্রদান করেন। এ সময় তারা অসত্য তথ্য ব্যবহার করে রায়ে জালিয়াতিও করেন।

বুধবার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে—আসামি খায়রুল হক সংবিধানের ১৩তম সংশোধনী বাতিলের বেআইনি রায়ের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। মামলার প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য পেতে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক।

এনএইচ