গণহত্যা মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে হাজির

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ (রোববার, ৩ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আজ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষ্যগ্রহণের আগে চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য দেবেন, যা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, গত ১০ জুলাই এই তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, জুলাই-আগস্ট আন্দোলনের সময় প্রায় ১৪০০ ছাত্র ও সাধারণ নাগরিককে হত্যায় নির্দেশ, উসকানি ও প্ররোচনা দিয়েছেন তারা। মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শুরুতে আসামি থাকলেও এখন তিনি রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে বিবেচিত।

এনএইচ