বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

নাজমুল আহসান কলিমুল্লাহ
নাজমুল আহসান কলিমুল্লাহ | ছবি: সংগৃহীত
1

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থেকে দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল। সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।’

দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৮ জুন নাজমুল আহসান কলিমুল্লাহসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। অধ্যাপক কলিমউল্লাহ ২০১৭ সালের ১ জুন থেকে ২০২১ সালের ৯ জুন পর্যন্ত বেরোবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে না আসা এবং দায়িত্বে অবহেলাসহ একাধিক অভিযোগে ২০২১ সালে ক্যাম্পাসে আন্দোলন করেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একটি প্ল্যাটফর্ম ‘অধিকার সুরক্ষা পরিষদ’ তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ তুলে ধরে ‘শ্বেতপত্র’ প্রকাশ করে; যা নিয়ে তদন্ত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


এনএইচ