শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ | ছবি: সংগৃহীত
0

রাজউকের পূর্বাচলে নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের ৪ সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ ১৮ জন।

এএইচ