দুদুক কর্মকর্তারা জানান, আয়কর তথ্য বিবরণীতে তারা দুজনেই অবৈধ সম্পদের তথ্য গোপন করেছেন। কয়েক মাস সরেজমিন তদন্ত করে দুদকের একটি টিম তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তারই প্রেক্ষিতে আজ মামলা দায়ের করা হয়।
অনুসন্ধানে হেলাল আকবর চৌধুরী ১৫ লাখ টাকার তথ্য গোপন ও ৮৮ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। বিপরীতে তার স্ত্রী জেসমিন আক্তারের ১৫ লাখ টাকার তথ্য গোপন করা ও ১ কোটি ৮৩ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
দণ্ডবিধির ১০৯ ধারায় আলোচিত এ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ৫ আগস্টের পর সপরিবারে পলাতক আছেন এ যুবলীগের নেতা।