এর আগে, গত ৪ নভেম্বর জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিন আদালতে হাজির করা হয় মামলার আরেক আসামি জুনায়েদ আহমেদ পলককে। শুনানিতে তার আইনজীবী অভিযোগ করেন, ‘জয় বাংলা’ স্লোগান ও জাতীয় সংগীত গাওয়ার কারণে পলকের কিছু সুবিধা বাতিল করেছে কর্তৃপক্ষ। এ সুবিধা পুনর্বহালের আবেদন জানানো হলেও ট্রাইব্যুনাল জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
আরও পড়ুন:
অন্যদিকে, একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী আরেক মামলায় শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এই আবেদনের বিরোধিতা করেছে। আজই এ বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দেবে।
একই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আরেক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।





