নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে সনাতনীদের রথযাত্রা উৎসব পালিত

নারায়ণগঞ্জের রথযাত্রা উৎসব
নারায়ণগঞ্জের রথযাত্রা উৎসব | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। আজ (শুক্রবার, ২৭ জুন) বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে বেশ আনন্দমুখর পরিবেশে এ উৎসব পালিত হয়।

এ উৎসব উপলক্ষে আজ বিকেলে শহরের দেওভোগ আখড়া থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। 

উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোররা। পশুপাখির অবয়ব, ঢাক-ঢোল, হরেক রকমের মুখোশে ছেয়ে যায় চারপাশ, আনন্দ-উল্লাসে মুখরিত হয় শোভাযাত্রা। রথ থেকে আম, জাম, কাঁঠাল, লটকন, লিচুসহ নানা প্রকারের ফল বিতরণ করা হয়।

হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পুণ্য লাভ হয়। শাস্ত্র মতে, রথযাত্রা তিথি যেকোনো শুভ কাজ শুরু করার শুভ তিথি। বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের এ রথযাত্রা।

এসএইচ