খুলনায় সবজির দাম স্বাভাবিক থাকলেও মাছের দাম চড়া

মাছ ও সবজির বাজার
মাছ ও সবজির বাজার | ছবি: সংগৃহীত
0

খুলনায় সবজির দাম স্বাভাবিক থাকলেও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। গত দুই মাস ধরেই মাছের দাম ঊর্ধ্বগতির দিকে। ছুটির দিনের বাজারে প্রায় সব ধরনের মাছে কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। সরবরাহ কমার অজুহাতে প্রতিদিনই খুলনার বাজারগুলোতে বাড়ছে মাছের দাম।

আজ (শুক্রবার, ১৩ জুন) খুচরা বাজারে প্রতি কেজি ট্যাংরা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়, ছোট চিংড়ি ৭০০, তেলাপিয়া ২০০, পাঙাশ ১৮০ ও চাষের শিং বিক্রি করা হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। মাছের দাম এমন বেশি থাকায় ক্ষুব্ধ ক্রেতারা।

এদিকে, বাজারে সবজির দাম অনেকটা স্বাভাবিক রয়েছে। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজিতেই কেজিপ্রতি কমেছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত।

কেজিতে ১০ টাকা কমিয়ে ঢেঁড়স ৩০ টাকা, পটল ৩০ টাকা, উচ্ছে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে সরবরাহ কম থাকায় বেগুন কিছুটা বেশি দামে বিক্রি করা হচ্ছে। ৪০ টাকার বেগুন বিক্রি করা হচ্ছে ৭০ টাকায়। বেগুনের দাম ছাড়া সব সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এনএইচ