এখনো জমে উঠেনি ময়মনসিংহের কাঁচা বাজার

ময়মনসিংহের কাঁচা বাজার
ময়মনসিংহের কাঁচা বাজার | ছবি: এখন টিভি
0

ঈদের পর এখনো পুরোপুরি জমেনি ময়মনসিংহের কাঁচা বাজার। বাজারে জিনিসপত্রের সরবরাহ কম, সাথে ক্রেতার সংখ্যাও অনেক কম। আজ (শুক্রবার, ১৩ জুন) বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগীর দাম ২০ টাকা কমে ১৫০-১৬০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে কেজিতে ৩০ টাকা বেড়ে সোনালী বা কক মুরগী বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরু ৭৫০-৭৮০ টাকা এবং খাসি বিক্রি হচ্ছে ১হাজার ১৮০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি। ডিম বিক্রি হচ্ছে আগের দাম ৪২-৪৫ টাকা হালি।

তবে সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে ২০-৮০টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ছোট মাছের দাম। বাজারে মাঝারি আকারের রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০- ৩২০ টাকা কেজি, পাঙ্গাস ১৭০-১৮০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, কাচকি ৭৫০ থেকে ৮০০ টাকা, মলা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পুকুর, নদী নালা, খাল বিলে পানি বাড়ায় মাছ কম ধরা পড়ায় বাজারে প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এএইচ