কবি আহসান কবির বলেন, ‘শুধু কবিতা লিখে পেট চলে না। কবিদের হতে হবে কৌশলী। একটা বইয়ের মূল্য যদি হয় ৩০০ টাকা তাহলে কবি হয়তো পাচ্ছে মাত্র ৩০ টাকা। আর এই টাকা দিয়ে কবিদের বেঁচে থাকা কষ্টকর।’
এদিকে বর্তমানে বাংলাদেশে লেখালেখি করে জীবন চালানো কোন মতেই সম্ভব নয় বলে জানান কবি সালমা জাহান সানিয়া।
২০২৩ সালে মেলায় প্রায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। আর নতুন বই এসেছে ৩ হাজার ৭৩০টি। ২০২২ সালে বিক্রি হয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই। মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। ২০২০ সালে ৮২ কোটি টাকার বই বিক্রি বইমেলায়। দিন দিন বই বিক্রি কমছে কিন্তু বইয়ের সংখ্যা বেড়েই চলেছে। তবে কবিতার বইয়ের প্রতি অনীহা প্রকাশ করছেন প্রকাশকরা।
বঙ্গ বইয়ের প্রকাশক আরিফুর রহমান বলেন, ‘কবিতার বইয়ের চেয়ে উপন্যাসের বইয়ের চাহিদা বেশি। তাই উপন্যাস বেশি ছাপা হয়।’
এই পাহাড় সমান শব্দের স্রষ্টারা নাকি জীবদ্দশায় গরিব হয়। তাদের জীবন কাটে অর্থাভাবে। বর্তমান একজন কবির এই শহরে সাধারণভাবে কাটাতে করতে কত টাকা প্রয়োজন হয়?
কবি সালমা জাহান সানিয়া বলেন, ‘কবিরা মূলত সাধারণ জীবনযাপন পছন্দ করে, তাই অন্যদের যদি মাসে ২০ হাজার টাকা প্রয়োজন হয় সেখানে কবিদের ১০ থেকে ১৫ হাজারে চলে যায়।’
কবি মাত্রই দরিদ্র হতে পারে কিন্তু তার অন্তরের ঐশ্বর্য তাকে চির ভাস্মর করে রাখবে। গোল্ডস্মিথের এই কথায় এদেশের অনেক কবি আশায় বুক বাধে।