জনপ্রশাসন মন্ত্রণালয়কে ১৩টি প্রস্তাব জেলা প্রশাসকদের

0

জনপ্রশাসন মন্ত্রণালয়কে ১৩টি প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)।

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪-এর তৃতীয় দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সেশন শেষে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, 'ডিসিদের সঙ্গে আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। হাসপাতালের পুরুষের পাশাপাশি নারী ডোম ও তাদের বেতনও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।'

মন্ত্রী বলেন, 'বর্তমান সরকারের আমলে জনপ্রশাসন এগিয়ে গেছে। জনকল্যাণমুখী জনপ্রশাসন তৈরিই সরকারের উদ্দেশ্য।'

জনগনের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এসএস