গতকাল (মঙ্গলবার, ৯ এপ্রিল) দেশের কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। কিন্তু এদিন চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পালন করতে হয় এবং ৩০ রোজার পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। এজন্য আজ আর চাঁদ দেখা কমিটির বৈঠকের প্রয়োজন হবে না বলে জানান তারা।
রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদের প্রধান জমাতে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। ঈদের প্রধান জামাতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে ধারাবাহিকভাবে হবে সবগুলো জামাত হবে।
এছাড়াও বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জামে মসজিদে সকাল ৮টায়, রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহে সকাল ৮টায়, সিলেট শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে ৮টায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম জামাত সকাল ১০টায়। বগুড়ার সূত্রাপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, খুলনা সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায়, বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহে সকাল ৮টায়, গাজীপুরে রাজবাড়ির মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ভাই।
ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় এবং ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।