হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিতসহ ৫ দফা দাবি ঢাবি শিক্ষকদের

0

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংগঠিত সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি শিক্ষকরা। এ সময় তারা ঢাবিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিত করাসহ ৫ দফা দাবি জানিয়ে মানববন্ধন ও ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

আজ (শনিবার, ৩ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নীল দলের ব্যানারে শিক্ষকদের একাংশ মানববন্ধন করেন। এ সময় শিক্ষকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ছাড়া বেমানান। তাই এই সংকটকালীন পরিস্থিতির নিরসন চান তারা।

শিক্ষকরা বলেন, আলোচনার মধ্য দিয়ে সমাধান প্রয়োজন। শিক্ষার্থীদের প্রধান দাবি মেনে নেয়া হয়েছে, বাকি যৌক্তিক দাবিগুলো দ্রুতই আলোচনার ভিত্তিতে সমাধান করা জরুরি বলে মনে করেন তারা।

এ সময় ঢাবিতে সংগঠিত সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত, আবাসিক হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিত করা, হলে মত প্রকাশের অবাধ স্বাধীনতা থাকা, গ্রন্থাগারে বৈধ শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত ও ক্যাম্পাসের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ৫ দফা দাবি জানান নীল দলের শিক্ষকরা।

এসএস