স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে রাঙামাটি-খাগড়াছড়ি পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

0

খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন। আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) সকালে তারা রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা দেন।

দলটিতে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

দলটি রাঙ্গামাটিতে রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় করবেন। পরে বিকেল ৩টায় খাগড়াছড়ির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময়ে যোগ দেবেন।

গতকাল (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলার কিছু অংশে ১৪৪ ধারা জারি করা রয়েছে।

রাঙামাটিতে সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় শুক্রবার বেলা একটা থেকে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। আর খাগড়াছড়ির সদর উপজেলায় গতকাল বেলা ২টা থেকে ১৪৪ ধারার জারি করা হয়েছে।

এসএস