ভারতের ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচি এনডিএমের

0

ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতের গণমাধ্যমের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদ গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) সকালে পতাকা র‍্যালি নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন এনডিএমের নেতাকর্মীরা।

বাংলাদেশের পতাকাকে কেউ অবমাননা করলে সেটি মেনে নেয়া হবে না উল্লেখ করে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, 'বাংলাদেশ ভারতের বিরুদ্ধে না, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে।'

এ সময় তিনি বলেন, 'ভারতের গণমাধ্যম যে মিথ্যাচার করেছে তা প্রতিরোধ করতে হবে।'

এ সময় জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নতুন বছরে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহ্বান জানায় জাতীয়তাবাদ গণতান্ত্রিক আন্দোলন।

এসএস